গোলাপগঞ্জের ‘সানি’ হত্যা: পুলিশের নাম বাদ দিয়ে থানায় মামলা রেকর্ড

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪

গোলাপগঞ্জের ‘সানি’ হত্যা: পুলিশের নাম বাদ দিয়ে থানায় মামলা রেকর্ড

 

নিজস্ব প্রতিবেদক:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোলাপগঞ্জের ‘সানি’ হত্যার পর থানায় একটি এজাহার দাখিল করার পর আসামীর তালিকায় পুলিশের নাম বাদ দিয়ে গোলাপগঞ্জ থানা মামলা রেকর্ড করে।
নিহত সানি পরিবারের লোকজন জানান, এজাহার দাখিল করার পরের দিন রাতে বাড়ীতে গিয়ে প্রভাবশালী একটা পক্ষ মামলা রেকর্ড করার আশ^াস দিয়ে বেশ কয়েকটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসে। এরপর থেকে নিহত পরিবার মামলা হওয়ার কোন খোঁজখবর না পাওয়ায় আজ সোমবার সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে ৫১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউপির কুমারপাড়া শিলঘাট গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে নিহত সানির পিতা মোঃ কয়ছর আহমদ (৬০)।
আদালতে মামলা করার পর নিহত পরিবারের লোকজন জানতে পারেন সাদা কাগজে স্বাক্ষর নিয়ে যাওয়া কাগজ দিয়ে পুলিশ-বিজিবি, উপজেলা প্রশাসনের লোক ও আওয়ামীলীগের অনেক লোকদের বাদ দিয়ে তাদের নিজেদের মত করে একটি মামলা রেকর্ট করা হয়েছে।