ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদ: গোলাপগঞ্জের সানি হত্যা মামলার নতুন মোড় নিয়েছে। ৪ আগষ্ট গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনমজুর ‘সানি’ হত্যাকান্ডের ঘটনায় আদালতের মামলা রেখে থানার মিথ্যা মামলা প্রত্যাহার করতে সিলেট রেঞ্জের ডিআইজি ও জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে সানির পরিবার।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নিহত সানির পিতা- গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউপির শিলঘাট কুমারপাড়া গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে মোঃ কয়ছর আহমদ পৃথক দুটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি আরো উল্লেখ করেন,আদালতে মামলা দায়ের করার পর থেকে তার পরিবার সহ মামলার কাজে যারা সহযোগীতা করেছেন তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি,ভয় ভীতি প্রদর্শন বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। তাদের এই হুমকির কারণে আমারা এখন ঘর বাড়ি ছাড়া।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD