ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: মোহাম্মদপুর থানার আবু সায়েদ হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)- সুনামগঞ্জের চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আট দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রজমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৪ সেপ্টেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান তার আট দিনের রিমান্ডের আদেশ দেন। সেই রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। একই দিনে ভাটারা থানার দুটি ও খিলগাঁও থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আদেশ দেন। এরপর তাদের হাজতি পরোয়ানা (সি/ডব্লিউ) মূলে কারাগারে পাঠানো হয়।
এর আগে ঢাকা মহানগর পুলিশ জানায়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হওয়ায় ৩ সেপ্টেম্বর তিনি আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। ফলে পুলিশ তাকে হেফাজতে নেয় বলে জানায় ডিএমপি। পরদিন তাকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মোহাম্মদপুর থানার আবু সায়েদ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়।
জানা যায়, ১৯ জুলাই বিকেল ৪টায় মোহাম্মদপুর থানাধীন বছিলা ৪০ ফিট চৌরাস্তায় আবু সায়েদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হয়।
এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এ ঘটনায় সিএমএম আদালতে মামলা করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মামলাটি মোহাম্মদপুর থানাকে এফআইআর হিসেবে গ্রহণের আদেশ দেন।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD