বিএনপির সমাবেশে আব্বাসের বদলে আযম খান

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৪

বিএনপির সমাবেশে আব্বাসের বদলে আযম খান

বাংলা সিলেট ডেস্ক: সিলেট বিএনপির সভা শুরু হচ্ছে বিকাল তিনটায়। সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যেই সমাবেশ স্থলে জমায়েত হচ্ছেন নেতাকর্মীরা। সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস থাকার কথা থাকলেও আজকের এই সমাবেশে উপস্থিত থকছেন না তিনি। তার জায়গায় বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ইতোমধ্যেই সিলেটে পৌঁছেছেন তিনি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করেন সিলেটের নেতাকর্মীরা। তার সাথে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেত্রী শাম্মি আক্তার।

বিভাগীয় কর্মসূচিতে সিলেট বিভাগের চার জেলার নেতা-কর্মী-সমর্থকেরা উপস্থিত থাকবেন। প্রথমে সমাবেশ এবং পরে বেলা দিকে শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি সমাবেশস্থল থেকে চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার হয়ে রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হবে।