ঢাকা ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বুধবার (১৮ সেপ্টেম্বর) পৃথক সময়ে তাদের আটক করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, বুধবার বেলা ২টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার একটি এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ দুজনকে আটক করে তাদের একটি টিম। আটকরা হলেন- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার চরনূর আহমদ গ্রামের মো. মোকসুদ আলীর ছেলে মো. আইয়ুব আলী (৩২) ও নেত্রকোনা জেলার আটপাড়া থানার গ্রামের দেওশ্রী গ্রামের মৃত. মোকসুদ আলীর ছেলে মো. আব্দুল করিম (৪৫)।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব-৯।
অপরদিকে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে সুনমাগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার একটি এলাকায় থেকে ২২৫ বোতল বিদেশি মদসহ আব্দুর রউফ (৪৫) নামে একজনকে আটক করে র্যাব-৯ এর একটি টিম। তিনি উপজেলার চালবন হাবুর পয়েন্ট এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
পরে তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD