ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সিলেটে একের পর এক ধরা পড়ছে ভারতীয় চোরাই চিনির চালান। একেক অভিযানে কমপক্ষে ৫০ হাজার টাকা থেকে ধরা পড়ে কোটি টাকার চিনি। একেক অভিযানে বিশাল অংকের টাকার চিনি আটক হলেও থামছে না চোরাচালান। বরং আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারির কারণে চোরাকারবারীরা পাল্টেছে কৌশল।
পুলিশের চোখ ফাঁকি দিয়ে ‘বুঙ্গার চিনি’ গন্তব্যে নিয়ে আসতে তারা নানা কৌশলের আশ্রয় নিচ্ছে। এবার বাসে করে সিলেট মহানগরীতে আসছিলে চিনিরি একটি বড় চালান। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ল পুলিশের হাতে। এসময় আটক হয়েছেন তিনজন। শুক্রবার শাহপরাণ (রহ:) থানাধীন পীরেরবাজার জহিরিয়া উচ্চ বিদ্যালয় এলাকা থেকে ১ লক্ষ ৯৩ হাজার টাকার ৩৪ বস্তা চিনি আটক করে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ। আটককৃতরা হলেন, হেলাল আহমদ (২৫), হোসনে আরা (২৮) ও পারুল (৪০)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শাহপরাণ (রহ:) থানাধীন পীরেরবাজার জহিরিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় একটি বাস আটক করে তল্লাশীকালে ১ লক্ষ ৯৩ হাজার টাকার ৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD