সিলেটে ট্রাফিক আইন লঙ্ঘন: তিনদিনে ২৪৮ মা ম লা

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৪

সিলেটে ট্রাফিক আইন লঙ্ঘন: তিনদিনে ২৪৮ মা ম লা

বাংলা সিলেট ডেস্ক: সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে গত তিনদিনে ট্রাফিক আইনে মহানগরীর বিভিন্ন স্থনে ২৪৮টি মামলা দায়ের করা হয়। একই সময়ে ৪৫২টি গাড়ি রেকার করা হয়েছে। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (ট্রাফিক) বি এম আশরাফ উল্লাহ তাহের এসব তথ্য জানান।

বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা রাতদিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। গত তিনদিন মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪৮টি মামলা ও অভিযানকালে ৪৫২টি গাড়ি রেকার করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসএমপির এই কর্মকর্তা।

এরআগে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে মহানগরকে যানজটমুক্ত ও শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা, অবৈধ ও রেজিস্ট্রেশন বিহীন সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। অভিযানের সিলেটে প্রথম দিনেই দুই শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ।