ঢাকা ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: বিয়ানীবাজার থেকে অপহৃত কিশোরীকে প্রায় একমাস পর সিলেটের শাহপরাণ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে শাহপরাণ থেকে ওই কিশোরীকে উদ্ধার ও কিশোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া কিশোর শাহপরাণ থানার সুরমা গেইট এলাকার ধলইপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর বিয়ানীবাজার থানা এলাকার এক কিশোরী অপহৃত হয়। অপহরণের এক সপ্তাহ পর ১০ সেপ্টেম্বর কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান সনাক্ত করে শুক্রবার রাতে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিয়ানীবাজার থানার এসআই আবদুর রহিম জানান, কিশোরীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। আর কিশোরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD