ঢাকা ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থেকে মাদকদ্রব্যসহ ৩ নারী ও ১ পুরুষকে আটক করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে নাসিরনগর থানার একটি এলাকা থেকে অভিনব উপায়ে মাদক বহনকালে ৯৬ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ এই ৪ মাদক কারবারিকে আটক করে র্যাব।
আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার জাফরাবাদ গ্রামরে মৃত আলী আহমদের স্ত্রী সেলিনা আক্তার (৪০), একই থানার মনোহরপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী লাকী আক্তার (৩২), একই জেলার ভৈরব থানার লক্ষীপুর (উত্তর পাড়া) গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মোঃ ফরিদ মিয়া (৩৪) ও একই থানার ভৈরবপুর (উত্তর পাড়া) গ্রামের হাবিব মিয়ার স্ত্রী রুমা আক্তার (৩০)।
আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়ে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD