ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক রিয়াদ হাসান তাকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সোমবার বিকেলে মহেশপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করে পুলিশ। এর আগে রবিবার রাত ১০ টার দিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন নারায়ণ চন্দ্র চন্দ।
খবর পেয়ে খালিশপুর ৫৮ বিজিবি অভিযান চালিয়ে তাকেসহ ৪ জনকে আটক করে। পরে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে রাতেই তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে পাঠায় পুলিশ। নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় হত্যা মামলাসহ খুলনায়ও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD