ভারত থেকে আসা ৩৬ লাখ টাকার পণ্যের মালিক নেই

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪

ভারত থেকে আসা ৩৬ লাখ টাকার পণ্যের মালিক নেই

বাংলা সিলেট ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারত থেকে চোরাই পথে আসা ৩৬ লাখ টাকা মূল্যের মোবাইল অ্যাক্সেসরিজ আটক করেছে থানা পুলিশ। বুধবার (৯ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ অক্টোবর) রাতে এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের মৌলভীবাজার রোডের এজেআর ট্রান্সপোর্ট অফিস থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল অ্যাক্সেসরিজ আটক করা হয়েছে।’

ওসি বলেন, ‘আটক মালামালের বৈধ কোনও মালিকানা বা কাগজপত্র না পাওয়াতে সেগুলোকে জব্দ করে মামলা করা হয়েছে। জব্দ করা পণ্যের সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ টিম মাঠে কাজ করতেছে। তবে শিগগিরই তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো।’

এদিকে জব্দ করা মালামালের মধ্যে দুই হাজার ৪০০ পিস মোবাইলের এলসিডি ডিসপ্লে রয়েছে। যার বাজার মূল্য ৩৬ লাখ টাকা।