মৌলভীবাজারে আতাউর চেয়ারম্যান গ্রে ফ তা র

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪

মৌলভীবাজারে আতাউর চেয়ারম্যান গ্রে ফ তা র

বাংলা সিলেট ডেস্ক: মৌলভীবাজার জেলার রাজনগরে চিনি কাণ্ডের হোতা ইউপি চেয়ারম্যান আতাউরকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।
বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নাশকতা ও সহিংসতার দুটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আতাউর মৌলভীবাজার-রাজনগর সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুর রহমানের ছোট ভাই ও রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান।

শুক্রবার (১১ অক্টোবর ) গভীর রাতে শ্রীমঙ্গল শহরের রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।

মৌলভীবাজার র‌্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানী কমান্ডার আব্দুলাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, ধৃত আতাউর ‘ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সহিংসতা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া তিনটি মামলার এজাহারভুক্ত আসামী।

তিনি জানান, র‍্যাব তাঁকে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে আতাউর রহমানের গুদামে ভারত থেকে অবৈধভাবে আনা ২৩১ বস্তা চিনি পাওয়া যায়। তাঁর নামে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।