ঢাকা ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃত সুনামগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের ১০ দিন ও অন্য ৩২ আসামীর ৫ দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর ) দুপুরে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে রিমান্ড আবেদন চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, বিগত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস-স্টেশন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশ তাদের উপর হামলা চালায়। এতে অধিকাংশ শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী গত (০২ সেপ্টেম্বর) দুপুরে বাদী হয়ে ৯৯ জনকে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন।
সুনামগঞ্জের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘মূলত মামলার এজহারে ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক সাংসদ মহিবুর রহমানের হুকুমে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা গুলি, সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন দেশীও অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। কেন তারা শিক্ষার্থীদের উপর হামলা করার নির্দেশ দিয়েছিলেন তার কারণ জানতে পুলিশ সাবেক এই সংসদ সদস্য সহ এই মামলায় গ্রেফতারকৃত আরও ৩২ আসামীর রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে। আগামী (২০ অক্টোবর) রোববার আসামীদের রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।’
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাড.আব্দুল হক বলেন, ‘আগামী রোববার (২০ অক্টোবর) যাতে সকল আসামি রিমান্ড মঞ্জুর করা হয় সেই জন্য আমরা আদালতকে অনুরোধ জানাব। কারণ হামলার ঘটনার রহস্য আসামীদের রিমান্ডে নিলে বেরিয়ে আসবে।’
মামলার আসামী পক্ষের আইমজীবী আব্দুল হামিদ বলেন, ‘আমরা রিমান্ড খারিজ জন্য বিরোধীতা করব। কারণ ঘটনার দিন সাবেক সংসদ সদস্য মানিক ঘটনাস্থলে ছিলেন না।’
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD