ঢাকা ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানের মেয়র এবং মহানগর আওয়ামী লীগ নেতা মো. তৌফিক বক্স লিপনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব-৯ এর একটি টিম মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ২টায় সিলেট মহানগরের মিরাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় হত্যা ও নাশকতার কয়েকটি মামলা রয়েছে।
লিপন দক্ষিণ সুরমার কদমতলি এলাকার তসলিম বক্সের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে র্যাব-৯ এর একটি আভিযানিক দল মিরাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিসিকের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা মো. তৌফিক বক্স লিপনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার লিপনকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএমপি মশিহুর রহমান সোহেল।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD