ঢাকা ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে শনিবার ভোররাতে অবৈধভাবে ভারত প্রবেশকালে ৫ নারী সহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তারা হলেন- মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত প্রমত সরকারের ছেলে রংগোমং সরকার (৪৩) রং গোমং সরকারের স্ত্রী বন্দনা সরকার (৪০), মেয়ে লাখি সরকার (১৭) ও আখি রানী সরকার (১৪) বিমল সরকারের স্ত্রী কৃষ্ণ দাসী সরকার (৩০) এবং বিমল সরকারের মেয়ে প্রীতি রানী সরকার (১৬)কে আটক করে।
বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মঈনুল আলম জানান, ধর্মঘর বিওপির বিজিবির টহল দল সীমান্ত পিলার ১৯৯৬/৩২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর নামক স্থান দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তাদের টহল দল আটক করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন বিজিবির মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD