ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা।
তিনি জানান, এসএস অ্যাগ্রো কমপ্লেক্সের মালিক সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর সাবেক প্রতিমন্ত্রীকে শনিবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তাকে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।
অন্যদিকে আদালতে কামাল আহমেদ মজুমদারের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী। পরে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এবং আসামি পক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ডের শুনানিতে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুর-১০ এর শাহ আলীর মাজারের সামনে গুলিতে আহত হন ইকরামুল হক। চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে সেখানে ১৪ আগস্ট তিনি মারা যান।
পুলিশ জানায়, এই ঘটনায় ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত৷ আর কারা জড়িত এবং হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ উল্লেখিত ঘটনার সঙ্গে আসামির যোগসাজশ তুলে ধরে রিমান্ড আবেদনে সমর্থন করেন।
শিক্ষার্থী ইকরামুল হক নিহতের ঘটনায় তার বাবা জিয়াউল হক গত ৭ সেপ্টেম্বর শাহ আলী থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় শুক্রবার রাতে গুলশান থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD