ঢাকা ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় জামিনে থাকা সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিনের পর ধার্য তারিখের প্রথম দিনেই আদালতে হাজিরা দেননি।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক।
সাবেক এই মন্ত্রীর সোমবার (২১ অক্টোবর) আদালতে হাজিরা দেওয়ার তারিখ ধার্য ছিল। কিন্তু তিনি অসুস্থ ও ঢাকায় অবস্থান করায় আদালতে হাজির হতে পারেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এর পর ১৯ দিন কারাবাসের পর গত বুধবার (৯ অক্টোবর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন বয়স ও অসুস্থ বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক জানিয়েছেন, আমরা আদালতকে বলেছি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান অসুস্থ না।
তিনি অসুস্থতার নাটক করে জামিন নিয়েছেন। আজকেও অসুস্থ দেখিয়ে তিনি আদালতে হাজির হতে পারবেন না বলে আবেদন করেছেন। আদালত তার আবেদন মঞ্জুর করেছেন।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD