ঢাকা ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত রিমন আহমদ (২২) গোলাপগঞ্জ উপজেলার রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের ইসরাব আলীর ছেলে। সে পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিমনের নিজ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রিমন আহমদের চাচাতো ভাই বদরুল ও সাদিকের মধ্যে মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় সালিশ বৈঠক হলেও কোন সমাধান হয়নি। সম্প্রতি সাদিক মোটরসাইকেলটি আটকে রাখেন।
শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় রিমন পক্ষ নেন বদরুলের। একপর্যায়ে সাদিক আহমদ উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করলে পরিবারের লোকজন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান, হত্যাকান্ডের ঘটনায় জড়িতকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD