ঢাকা ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সিলেটের ওসমানীনগরে এবার প্রায় ১৭ লক্ষ টাকার ট্রাকসহ ২৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর থার সামনে পুলিশ ট্রাক সহ চিনির বস্তাগুলো উদ্ধার করে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত চিনির বাজার দাম ১৬ লক্ষ ৮০ হাজার টাকা।
আটককৃতরা হলেন- মোতালেব মন্ডল (৩০), বিপ্লব হাসান(২০), আমিনুল ইসলাম(২৮), স্বরজিত মোহন চন্দ্র ওরপে রিপন (৪০) ।
চিনি চোরাচালানে জড়িতদের বিরুদ্ধে মঙ্গলবার ওসমানীনগর থানার এস আই শফিকুল ইসলাম বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে সিলেট- ঢাকা মহাসড়ক দিয়ে যাচ্ছিল অবৈধ চিনি বোঝাই ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে মহাসড়কের ওসমানীনগর থানার সামনে চেকপোস্ট বসান ওসমানীনগর থানা পুলিশ। এ একটি চিনি বোঝাই ট্রাকে তল্লাশী করে ১৪ হাজার কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
এ সময় মোতালেব মন্ডল, বিপ্লব হাসান, আমিনুল ইসলাম, স্বরজিত মোহন চন্দ্র ওরপে রিপনকে আটক করে পুলিশ।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাচালান রোধে ওসমানীনগর থানা পুলিশ তৎপর রয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD