ঢাকা ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে সীমানা নিয়ে পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনায় ২ আসামীর জামিন না মঞ্জর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আসামীরা হলেন, উপজেলার বুধববারীবাজার ইউনিয়নের বানিগাজী গ্রামের মৃত মো. আরব আলীর ছেলে সেলিম উদ্দিন (৪৪) ও সেলিম উদ্দিনের ছেলে শাফি আহমদ (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন আহমদ রিপন।
জানা যায়, দীর্ঘদিন থেকে দু-পক্ষের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। গত ১৪ অক্টোবর বিকেলে উপজেলার আল এমদাদ ডিগ্রি কলেজ মাঠে সীমানা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ভুক্তভোগী উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বানিগাজী গ্রামের মোঃ আরব আলীর ছেলে মোঃ আমির উদ্দিনের উপর হামলা করেন প্রতিপক্ষের লোকজন। এসময় তাকে উদ্ধারে এগিয়ে গেলে পরিবারের আরও কয়েকজন আহত হন। পরে এসব বিষয় উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী আমির উদ্দিন। বিষয়টি আমলে নিয়ে ১৭ অক্টোবর অভিযোগটি মামলা (নং-১০/১৭.১০.২০২৪) হিসেবে নথিভূক্ত করা হয়। এপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) অভিযুক্ত সেলিম উদ্দিন ও শাফি আহমদ আদালতে জামিন চাইতে গেলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD