ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় তার নামে তিনটি মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।
আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদে তিনি ওই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি কৃষিমন্ত্রী দায়িত্ব পালন করেন।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD