সিলেটে শিক্ষার্থী হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪

সিলেটে শিক্ষার্থী হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বাংলা সিলেট ডেস্ক: সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগষ্ট কিন ব্রিজ সংলগ্ন এলাকায় ছাত্র জনতার উপর আক্রমণ ও গুলিবর্ষণে নিহত হওয়া শিক্ষার্থী পংকজ কুমার হত্যা মামলার পলাতক আসামি রফিক আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

রফিক সিলেটের বিশ্বনাথ পৌরশহরের পাশ্ববর্তি শাহজীর গাঁওয়ের মৃত আরজান আলীর ছেলে ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।

বুধবার বিকেল সাড়ে ৩টারদিকে বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৯ এর একটি টিম তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে গত ২৮ আগষ্ট নিহত শিক্ষার্থী পংকজ কুমারের পিতার দায়ের করা হত্যা মামলার এফআইআর নং ৩৩/৩৮৮।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগষ্ট সিলেটের ক্বীন ব্রিজ সংলগ্ন এলাকায় ছাত্র জনতার উপর আক্রমণ ও গুলিবর্ষণ করে সরকার দলীয় নেতাকর্মীরা। এতে পেটে গুলি লেগে ঘটনাস্থলেই নিহত হন আন্দোলনকারী শিক্ষার্থী পংকজ কুমার। এ-ঘটনার পর গত ২৮ আগষ্ট নিহতের পিতা বাদী হয়ে সিলেট এসএমপি কতোয়ালী থানায় ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১০৯/১৪৪ ধারার ১৮৬০ পেনাল কোডে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এফআইআর নং ৩৩/৩৮৮।

খোজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তার রফিক আলীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় অপহরণ মামলাসহ ২টি মামলা রয়েছে। দু’টির মধ্যে একটি হচ্ছে গত ২৬ আগষ্ট দায়ের করা মামলা নং ৯, মামলার জিআর নং ১৪২/২৪ইং। আর ১১ সেপ্টেম্বর দায়ের করা অপর মামলা নং ৯, মামলার জিআর নং ১৫৪/২৪ইং। এছাড়াও তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় দায়ের করা আলহেরা শপিং সিটিতে হামলা ও ভাংচুর মামলা রয়েছে।