ইতালিতে চাঁদপুর জেলা সমিতির মিলনমেলা

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

ইতালিতে চাঁদপুর জেলা সমিতির মিলনমেলা

বাংলা সিলেট ডেস্ক: ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ স্লোগানে ইতালিতে বসবাসরত চাঁদপুর জেলা সমিতির মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা আনন্দ উচ্ছ্বাসে চাঁদপুর জেলা সমিতি আয়োজিত সম্প্রতি রোমের একটি পার্কে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠান আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সমিতির নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে। এ সময় চাঁদপুর জেলা সমিতির নির্বাচিত সভাপতি নাছির উদ্দীন মানিক বলেন, সুন্দর মনোরম গতানুগতিকের বাইরে ভিন্ন একটি পরিবেশে এ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। প্রবাসে ব্যস্ততার মাঝে চেষ্টা করেছি সবাইকে বিনোদনে মাতিয়ে রাখতে। বিশ্বাস করি সবার ভালো লাগবে। আগামীতে আরও বড় পরিসরে করতে সবার সহযোগিতা কামনা করছি। একই সঙ্গে উপস্থিতিদের ধন্যবাদ জানাই।