ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গের কারণে রোববার তাদের অব্যাহতিপত্র দেওয়া হয়। সোমবার দুপুরে তারা একাডেমি থেকে চলে যান।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শৃঙ্খলাভঙ্গের কারণে ৪০তম ক্যাডেট ব্যাচে প্রশিক্ষণরত ৫৮ এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
এর আগে গত ২২ অক্টোবর প্রথম দফায় ২৫২ জন ও ২৫ অক্টোবর দ্বিতীয় দফায় ৫৯ জন প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি দেওয়া হয়। ক্লাসে শৃঙ্খলার সঙ্গে না বসে হইচই করার অভিযোগে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
৪০তম ব্যাচের আউটসাইডার ক্যাডেট হিসেবে মোট ৮০১ জন প্রশিক্ষণরত ছিলেন। ২০২৩ সালের ৪ নভেম্বর এই ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ শুরু হয়েছিল। এই প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল সোমবার।
অব্যাহতিপ্রাপ্ত কয়েকজন বলেন, কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর থেকেই তাঁরা মানসিকভাবে প্রস্তুত ছিলেন, এখানে তারা থাকতে পারবেন না। কিন্তু একটা ঘটনা সাজিয়ে তাঁদের বিদায় করা হলো।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD