ঢাকা ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক : সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইকবালকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর দপ্তর, সিলেট হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন (৪৫) সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকার আব্দুল মালেক আমিনের ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে এসএমপি সিলেটের জালালাবাদ থানাধীন মদিনা মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে (এসএমপি, সিলেটের কোতয়ালী থানার এফআইআর নং-২৭/৩৮২, তাং-২৬ আগষ্ট ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০) এর মূলে পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এসএমপি সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD