ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪
বিনোদন ডেস্ক: ঢালিউডে আরও নতুন একটি সিনেমার খবর পাওয়া গেল। জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমায় থাকছেন আদর আজাদ ও শবনম বুবলী।
গত বৃহস্পতিবার সিনেমাটির পোস্টার তথা ফার্স্টলুক প্রকাশিত হয়। সেখানেই ছবির নাম ঘোষণা করা হয়। ইতোমধ্যে শুরু হয়েছে শ্যুটিং, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
ছবির ওই পোস্টারে পাওয়া গেল অ্যাকশনের আমেজ। বিশাল অস্ত্রাগারের মধ্যে পায়ের ওপর পা তুলে বসে আছেন আদর আজাদ। চোখে চশমা, ঠোঁটে জ্বলন্ত সিগারেট। পুরো ঘরে থরে থরে অস্ত্র সাজানো। ট্যাগ লাইনে লেখা ‘কেউ নিষ্পাপ না’।
সিনেমাটিতে আদর আজাদ, শবনম বুবলী ছাড়াও অভিনয় করছেন আলিরাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD