ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পৌর যুবদলের নেতা মো. সিরাজুল ইসলামের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা মো. বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বিল্লাল মিয়া পৌর এলাকার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় থানার এসআই সাইদুল রহমান ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গত ১০ নভেম্বর সন্ধ্যায় বিএনপির কর্মসূচি পালন শেষে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় উজ্জ্বল মিয়া, বাদল মিয়া ও বিল্লাল মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ওপর রামদা, চাপাতি, জিআই পাইপ দিয়ে হামলা করে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় যুবদল নেতা সিরাজুল ইসলাম ও শ্রমিক দল নেতা এমরানকে ব্রাহ্মণবাড়ীয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, বাদল মিয়া, উজ্জ্বল মিয়া গংদের বিরুদ্ধে খুন, চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও অপহরণসহ অসংখ্য মামলা রয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান, এ ঘটনায় সিরাজ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত বিল্লাল মিয়া এজাহার নামীয় আসামি।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD