ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা হলেন সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু এবং মহানগর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রুপম আহমেদ।
শুক্রবার দুপুরে র্যাব- ৯ গোপন সংবাদের ভিত্তিতে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এমদাদ হোসেন ইমু (৩০) সিলেটের এয়ারপোর্ট থানার আম্বরখানা এলাকার শুভেচ্ছা ১১ এলাকার বাসিন্দা। রূপম আহমেদের বাড়ি (৩৮) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিএসসি সিলেটের একটি আভিযানিক দল শুক্রবার দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন থানায় একাধিক বিস্ফোরক মামলার পলাতক আসামি ইমু ও রুপমকে গ্রেপ্তার করা হয়।
সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার দুজনকে এসএমপি সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। ওই মামলায় পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলবে বলে জানান তিনি।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD