ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সিলেট মহানগরের কিনব্রিজের নিচ থেকে ভবঘুরের এক ব্যক্তির (৩৫) বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা এলাকরা ভার্থখলা সংলগ্ন কিনব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মারাযাওয় ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে স্থানীয় সূত্রে জানা যায় মারাযাওয়া ব্যক্তির নাম নুর মোহাম্মদ শাকিল(৩৫)।
পুশিল সূত্রে জানা যায়, বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ সুরমা এলাকরা ভার্থখলা সংলগ্ন কিনব্রিজের নিচ থেকে এক ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন, ভবঘুরে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় মৃত্যু হয়েছে তার। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD