ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪
প্রেবি বিজ্ঞপ্তি
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী এই দেশ ও জাতি গঠন এবং নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে জামায়াত নেতৃবৃন্দকে আরো বেশী দায়িত্বশীল ও অগ্রণী ভুমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসররা এখনো নানাভাবে সক্রিয় থেকে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে ছাত্র-জনতার বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র করছে। গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করার মাধ্যমে দেশ ও জাতিকে কলংকমুক্ত করতে হবে। সবধরণের বৈষম্য দূর করে মানবিক বাংলাদেশ গঠনে জামায়াতের আদর্শিক পথচলা অব্যাহত থাকবে।
তিনি মঙ্গলবার রাতে সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২০,২১ ও ৩৬নং জামায়াতের কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
থানা আমীর মো শাহেদ আলীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাওলানা আহমদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন আলেমে দ্বীন মাওলানা ড.এ এইচ এম সোলায়মান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহপরান পশ্চিম থানা নায়েবে আমীর মো আব্দুর রব, সেক্রেটারী মো নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারী সোহেল আহমদ রিপন, আইন সম্পাদক এড. আব্দুল আহাদ সিদ্দিকী, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক হামিদ বক্স মুহিন, প্রচার ও যুব সম্পাদক আহমদ আল মাসউদ ও শ্রমিক কল্যান সভাপতি আক্কাস আলী প্রমুখ।
কর্মী সমাবেশে আগামী ২০২৫-২৬ সেশনের দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি। ২০নং ওয়ার্ড সভাপতি হিসেবে ওমর ফারুক ইমন, সহ-সভাপতি হাফিজ সোহেল আহমদ, সিদ্দিকুর রহমান চৌধুরী, সেক্রেটারী হাফি আশরাফ উদ্দিন, সহকারী সেক্রেটারী খন্দকার মাসুদ, ২১নং ওয়ার্ড সভাপতি আবু হাসান, সহ-সভাপতি মহসিন উদ্দিন আহমদ ও সেক্রেটারী মাজহারুল ইসলাম মুমিন, ৩৬নং ওয়ার্ড সভাপতি সাইফুল্লাহ মোহাম্মদ তোফায়েল ও সেক্রেটারী হাফিজ মাওলানা গোলাম রব্বানীকে মনোনীত করা হয়।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD