দোকানের ভেতর মিলল আইসক্রিম বিক্রেতার লা শ

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪

দোকানের ভেতর মিলল আইসক্রিম বিক্রেতার লা শ

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে আব্দুর রহমান লাল মিয়া (৪৮) নামে এক আইসক্রিম বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে পৌর শহরের আল-রিয়াদ পয়েন্টের অদূরে একটি দোকানের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত লাল মিয়ার বাড়ি কানাইঘাট উপজেলার ৫ নং বড়চতুল ইউনিয়নের লখাইর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাল মিয়া দীর্ঘদিন থেকে কানাইঘাট পৌর শহরে একটি দোকান ঘর ভাড়া নিয়ে ফেরি করে আইসক্রিম বিক্রি করতেন। গত তিন দিন থেকে পরিবারের সাথে কোনো যোগাযোগ হয়নি তার। এতে সন্দেহ হয় পরিবারের। আজ সকালে তার পরিবারের লোকেরা এসে ভাড়াটিয়া দোকান ঘরের বাইরে তালা দেওয়া দেখতে পান। পরে তালা খুলে ঘরের মেঝেতে লাল মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরবর্তীতে কানাইঘাট থানা পুলিশকে খবর দিলে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।