ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সিলেটে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকের সাথে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদককারবারি এক নারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার গৌখালেরপাড় গ্রামে অভিযান চালিয়ে হোছনা বেগম (৪৫) নামের ওই নারীকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটক হোছনা বেগম গৌখালেরপাড় গ্রামের কাছাব আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গৌখালেরপাড় এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে থানাপুলিশ গৌখালেরপাড় গ্রামে অভিযান চালায়। এসময় চিহ্নিত মাদককারবারিরা পালিয়ে যায়।
অভিযানকালে গ্রামের কাছাব আলীর ঘর থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ কেজি গাঁজা ও নগদ ৮ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় কাছাব আলীর স্ত্রী হোছনা বেগমকে।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক উজায়ের আল মাহমুদ আদনান জানান, আটক হোছনা বেগমসহ ৩ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD