ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল ও বিপুল পরিমাণ ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ নভেম্বর) ভোরে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জগদীশপুর তেমুনিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি চোরাই মোটর সাইকেলসহ দুই যুবককে আটক করেন। পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আরেক সহযোগী মোটর সাইকেল চোরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোঃ মাসুক মিয়ার পুত্র মোঃ রুকু মিয়া (২৭), মৃত নানু মিয়ার পুত্র মো: কামাল মিয়া (২৮) ও মো: সুমন মিয়া (২৬)।
এর আগে শনিবার দিবাগত রাতে মাধবপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর-ধর্মঘর রোডের হরিনখোলা এলাকায় অভিযান চালিয়ে ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেন। তারা হলো, হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি এলাকার মৃত বকুল মিয়ার পুত্র মো: জসিম মিয়া (৩৫) ও আনোয়ারপুর এলাকার মৃত হীরা মিয়ার পুত্র মো: সাজন মিয়া (২২)।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD