ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ভোগ নয় মানুষের সেবা করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। গোটা জাতিকে ধারণ করতে হবে। নিজেদের সব কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না।
শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর পূর্বাচলে ঢাকা মহানগর উত্তর ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে জামায়াত ইসলামীকে নিয়ে চতুর্মুখি ষড়যন্ত্র চলছে। তাই আরও সচেতন ও সতর্ক থাকতে হবে। গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে। এবার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের আর যাওয়ার জায়গা নেই।
এ সময় নিজেদের সব কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, যে যেখানেই থাকুক না কেন, দ্বীন কায়েমে জামায়াতের প্রতি মানুষের আস্থা ধারণ করতে হবে। কোনোভাবেই তা নষ্ট হতে দেওয়া যাবে না।
সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সিলেট মহানগরের আমীর ফখরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD