ঢাকা ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: জামিনে জেল থেকে মুক্তি পাওয়ার পর ফের গ্রেপ্তার হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই জেলগেট এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
এরপর ডিবি তাকে মৌলভীবাজার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। শুক্রবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বড়লেখা থানায় করা পাঁচটি মামলার এজাহার নামীয় আসামি বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জামিন পান। এরমধ্যে তিনটি মামলায় উচ্চ আদালত থেকে এবং দুটি মামলায় বড়লেখা সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তার জামিন হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই ডিবি পুলিশ ছালেহ আহমদ জুয়েলকে গ্রেপ্তার করে।
পরে মৌলভীবাজার মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের পক্ষে গত ২৫ নভেম্বর করা রাসেলের মামলায় (নং-২৯) সন্ধিগ্ধ আসামি হিসাবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
মৌলভীবাজার মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের পক্ষে দায়ের করা মামলায় মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুর রহমানকে ১ নম্বর, মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফজলুর রহমানকে ২ নম্বর ও সাবেক সংসদ সদস্য নেছার আহমদকে ৩ নম্বর আসামি করে ৯৩ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ মামলায় আরও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এরআগে সরকার পতনের পর গত ২৯ আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউপি চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও যুবলীগ নেতা জালাল আহমদকে ইমিগ্রেশন পুলিশ আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ওইদিন রাতেই তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরদিন বড়লেখা থানায় বড়লেখা পৌর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তপাদারের করা মামলায় ছালেহ আহমদ জুয়েলকে ৬ নম্বর ও জালাল আহমদকে ৩১ নম্বর আসামি হিসাবে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. ফজলুল হক শুক্রবার রাতে জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের পক্ষে করা একটি মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েলকে বৃহস্পতিবার ডিবি পুলিশ জেলগেট থেকে গ্রেপ্তার পর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD