ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে দেশে অনুপ্রবেশের সময় ৫ জনকে আটক করেছে বিজিবি। আটককৃত সকলই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। শনিবার ( ৩০ নভেম্বর) বিকেলে সিলেট ব্যাটলিয়ন (৪৮ বিজিবি) শ্রীপুর বিওপির অন্তর্ভুক্ত সীমান্ত পিলার নং-১২৭৯ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মো. মনির হোসেন (২৬), একই উপজেলার গিরিস নগর গ্রামের কাজীলক মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৮), লুল্লারচর গ্রামের নুর হোসেনের ছেলে মো. হেকিম আলী (৪৭), সুনামগঞ্জ সদর উপজেলার ব্রক্ষণগাও-এর বাসিন্দা মো. আব্দুল মান্নানের ছেলে মো. উজ্জল হোসেন (১৮) ও শাল্লা উপজেলার মার্কুলি গ্রামের আহমদ আলীর ছেলে মো. সালেক নুর (৩৯)।
বিজিবি সূত্র জানায়- শনিবার বিকালে সীমান্ত পিলার নং-১২৭৯ এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় স্থানীয়দের সহযোগিতায় ৫ বাংলাদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে দু’জনের কাছে বাংলাদেশ ও ভারত উভয় দেশের জাতীয় পরিচয়পত্র ছিল। আটককৃতদের পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD