ঢাকা ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (৩০ নভেম্বর) রাত নয়টা বড়লেখা পৌরশহরে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। কাদির উপজেলার তালিমপুর গ্রামের মৃত আসাব উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আবু হাসানের করা মামলায় যুবলীগ নেতা আব্দুল কাদিরকে সন্ধিগ্ধ আসামি হিসাবে আটক করা হয়। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ০৫ সেপ্টেম্বর রাতে যৌথবাহিনী কাদিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরদিন ২৩ আগস্ট প্রায় নয় বছর আগে বড়লেখা উপজেলা বিএনপির দলীয় কর্মসূচিতে হামলার অভিযোগে বড়লেখা পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদারের করা মামলায় মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে কাদিরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
তিনদিন কারাভোগের পর ০৮ সেপ্টেম্বর বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যুবলীগ নেতা আব্দুল কাদিরের পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। পরে তিনি জেল থেকে মুক্তি পান।
বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম শনিবার রাতে যুবলীগ নেতা কাদিরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে করা একটি মামলায় যুবলীগ নেতা আব্দুল কাদিরকে সন্ধিগ্ধ আসামি হিসাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD