ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ২০২৪-২৫ সালের কমিটি বিলুপ্ত করে নতুন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে ৪ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন সিলেটের ব্যবসায়ীরা। রোববার (৮ ডিসেম্বর) দেওয়া আল্টিমেটামের দুদিনের মাথায় চেম্বারে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে সিলেট চেম্বারের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট চেম্বারের সচিব গোলাম আখতার ফারুক।
জানা গেছে, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান কমিটিকে ‘বিনা ভোটের কমিটি’ আখ্যায়িত করে বেশ কয়েক দিন ধরে প্রশাসকের মাধ্যমে নির্বাচন দাবি করেছেন ব্যবসায়ীরা।
গত রোববার (৮ ডিসেম্বর) দুপুরে চেম্বার ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন সিলেটের ব্যবসায়ীরা।
সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীর ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের কতিপয় নেতার মদদে ‘বিনা ভোটে’ সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কমিটি গঠন করা হয়েছিল। ৫ আগস্টের পর দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার নিয়ে সোচ্চার হতে পেরেছেন। তারা চেম্বারের বর্তমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের মাধ্যমে সুষ্ঠু ভোটার তালিকার মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে আসছেন। ব্যবসায়ীদের দাবির মুখে ইতোমধ্যে ৫ জন পরিচালক পদত্যাগ করেছেন।
বক্তারা বলেন- সিলেটের ব্যবসায়ীদের স্বার্থে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সিলেট চেম্বারে প্রশাসক নিয়োগ জরুরি। প্রশাসক একটি সুষ্ঠু ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন দিয়ে প্রকৃত ব্যবসায়ীদের হাতে নেতৃত্ব তুলে দেবেন- এমন প্রত্যাশা করছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী।
এর আগে ২ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে কমিটি ভেঙে প্রশাসক নিয়োগের জন্য সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান পর্ষদকে ৭ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ব্যবসায়ীরা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় রোববার তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এই কর্মসূচিতে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তারা। দাবি না মানা হলে ব্যবসায়ীরা বৃহস্পতিবার কঠোর কর্মসূচির ডাক দেওয়ার হুশিয়ারি দেন। তবে আল্টিমেটামের দুদিনের মাথায় প্রশাসক দেওয়া হলো সিলেট চেম্বারে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD