ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের তাহিরপুর উপজেলা শাখার সভাপতি আশ্রাউল জামান ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার সাথে থাকা কৃষক লীগ নেতা মাহবুবুল হক মুরাদ, ছাত্রলীগ নেতা রাহী আহমদ ও তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মাকসুদ হাসানকেও গ্রেপ্তার করে পুলিশ।
আজ (১৬ ডিসেম্বর) ভোররাতে উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত ১২টার দিকে বিজয় দিবস উপলক্ষে তাহিরপুর শহিদ মিনারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাকে পুষ্পস্তবক অর্পন করতে দেখা গেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলেয়োর হোসেন জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তাহিরপুর উপজেলা শাখার সভাপতি ইমন ও বাকিদের ৪ আগস্ট তাহিরপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD