ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: যথাযোগ্য মর্যাদা ও নানা আনুষ্ঠানিকতায় সিলেটে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সকল শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।
নগরীর বিভিন্ন প্রান্ত থেকে র্যালী সহকারে নানা শ্রেণিপেশার মানুষ আসছেন শহীদ মিনারে। সোমবার সকালে শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি।
সোমবার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ও মহানগর ইউনিট। পরে একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট, এসপি এপিবিএন শ্রদ্ধা জানান।
এরপর সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদলসহ সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মিনারে। এছাড়াও সকাল থেকে বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যাংক বিমা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণিপশোর মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বীর শহীদদের।
এদিকে, দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD