ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: আগামী দুই-এক মাসের মধ্যেই ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী এক-দুই মাসের মধ্যে একটি সুন্দর, নতুন এবং ছাত্র-জনতার আকাঙ্ক্ষার রাজনৈতিক দল উপহার দেবে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন বলেন, এবারের বিজয় দিবসটা আমাদের একদিক দিয়ে আনন্দের, আবার বেদনার। আনন্দের এজন্য যে, আমরা ভারতীয় আগ্রাসনমুক্ত এবং মুজিববাদী-ফ্যাসিবাদী যে শক্তি রয়েছে, তা বাংলাদেশ থেকে উৎখাত করে বিজয় উদযাপনে হাজির হয়েছি।
‘কিন্তু দিল্লির যে আচরণ, মুজিববাদ টিকিয়ে রাখতে আগ্রাসী মনোভাব বিদ্যমান, তা নিয়ে সতর্ক থাকতে হবে। হাসিনা ওই প্রান্তে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের যুবসমাজকে এ বিষয়ে আরও সতর্ক হতে হবে। যে লড়াইটা, তা ঐক্যবদ্ধভাবে চলমান রাখতে হবে।’ যোগ করেন জাতীয় নাগরিক কমিটির এ আহ্বায়ক।
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD