ঢাকা ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫
বাংলা সিলেট ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে সিংগাইর থানা চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন (৪৪) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৫)।
সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) পার্থ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সিংগাইর থানার একটি নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর রাত ৯টার দিকে কয়েকজন লোক থানায় এসে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়। এ সময় শফিকুল ইসলাম সরকার জীবন ও শফিকুল ইসলাম নামের যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মদ্যপ অবস্থায় থাকার কারণে রাতেই সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা করানো হয়।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, পুলিশ সদস্যকে হত্যার হুমকি এবং মদপানের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুই যুবদল নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD