ঢাকা ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫
বাংলা সিলেট ডেস্ক: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের জন্য ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। এতে অংশ নিয়েছেন ফিলিস্তিনপ্রেমী লাখো জনতা। বাংলাদেশের এ কর্মসূচি নিয়ে সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
শনিবার (১২ এপ্রিল) এপির বরাতে এ তথ্য জানানো হয়েছে। ‘গাজা যুদ্ধের প্রতিবাদে ঢাকায় লাখো মানুষের বিক্ষোভ, নেতানিয়াহু ও মিত্রদের ভাবমূর্তি ক্ষুণ্ন’ শীর্ষক শিরোনামে এ খবর প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রায় এক লাখ মানুষের বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ নানা স্লোগানে গর্জে ওঠেন।
ফিলিস্তিনের শত শত পতাকা হাতে বিক্ষোভকারীরা ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ভারতের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাদের ইসরায়েলি বর্বরতায় মদদদাতা হিসেবে অভিযুক্ত করেছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভে ফিলিস্তিনিদের নিহতের প্রতীক হিসেবে কফিন ও কুশপুতুল বহন করা হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিভিন্ন ইসলামী দল ও সংগঠন সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ একটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশে প্রায় ১৭ কোটির বেশি মানুষ রয়েছে। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটি দীর্ঘদিন ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে আসছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD