ঢাকা ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫
বাংলা সিলেট ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগরে বিপুল পরিমাণ স্বর্ণ ও টাকা নিয়ে জোবায়েদ হোসেন নামে যুবকের হাত ধরে এক প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননী উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ৬ এপ্রিল উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর পাগলার ৮নং ওয়ার্ডের আবদুল লতিফ চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার (১২ এপ্রিল) কমলনগর থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর মেয়ে।
অভিযুক্ত জোবায়েদ একই ইউনিয়নের পাশের গ্রামের ১নং ওয়ার্ডের মিঠাল বাড়ির নাসিরের ছেলে। তিনি ওই প্রবাসীর বাড়ির পাশের মজিবউল্লাহ জামে মসজিদের মুয়াজ্জিন ও ফাতেমা (রা:) মহিলা মাদ্রাসার শিক্ষক।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উধাও হওয়া গৃহবধূর স্বামী ৬ বছর যাবত সিঙ্গাপুরে কর্মরত ছিলেন। এরমধ্যে ছুটিতে বাড়িতে এসে কিছুদিন অবস্থান শেষে ফের আবুধাবিতে চলে যান। বর্তমানে তিনি আবুধাবিতে দুবছর ধরে কর্মরত।
অভিযোগে উল্লেখ করা হয়, জোবায়েদ হোসেন আর প্রবাসী পাশাপাশি বাড়ির বাসিন্দা। তিনি বেশ কিছুদিন যাবত প্রবাসীর স্ত্রীর মোবাইল নাম্বার সংগ্রহ করে তাকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলেন। প্রবাসীর পরিবারের পক্ষ থেকে তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি ফোনে কল দিয়ে উত্যক্ত করা অব্যাহত রাখেন। একপর্যায়ে ৬ এপ্রিল রাতে প্রবাসীর ঘরে থাকা ৭ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার, নগদ ১৫ লাখ ৭০ হাজার টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যান ওই যুবক। এরপর থেকে উভয়ের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
প্রবাসীর বড় ভাই বলেন, আমার ছোট ভাইয়ের প্রবাস জীবনের সব আয় ও স্বর্ণালংকার তার বউয়ের কাছে ছিল। মুয়াজ্জিন লোভে পড়ে টাকা ও স্বর্ণালংকারসহ ভাইয়ের বউকে নিয়ে উধাও হয়ে গেছে।
কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রবাসীর মেয়ে বাদি হয়ে মসজিদের মুয়াজ্জিন জোবায়েদ হোসেনসহ তিনজনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD