সিলেটে আহত সেই স্বেচ্ছাসেবক দল নেতার মামলার প্রস্তুতি

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

সিলেটে আহত সেই স্বেচ্ছাসেবক দল নেতার মামলার প্রস্তুতি

বাংলা সিলেট ডেস্ক: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের উপর ছাত্রলীগের এক নেতা ও তার সহযোগীরা হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার।
আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আহত স্বেচ্ছাসেবক দল নেতা আজিজের ছোটভাই খালেদ আহমদ। তিনি জানান, হামলার ঘটনায় আমাদের পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যেই কোতোয়ালী মডেল থানায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভাইয়া (আজিজ) হাসপাতাল থেকে এখন বাসায় বিশ্রামে আছেন।

এরআগে শুক্রবার রাত ১১টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন আজিজুল হোসেন আজিজ।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। কাওকে আটক বা গ্রেফতারও করা হয়নি।

শুক্রবার রাত ১১টার দিকে নগরীর উপশহরস্থ গার্ডেন টাওয়ারের সামনে স্বেচ্ছাসেবক দলের আজিজুল হোসেন আজিজের উপর হামলার ঘটনার জের ধরে রাতে মাছিমপুর এলাকায় ছাত্রলীগ নেতা দীপুর লোকজনের সাথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সুত্র জানায়, গার্ডেন টাওয়ারের পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্টে তুচ্ছ ঘটনা নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হোসেন আজিজের কর্মীদের সাথে ছাত্রলীগ নেতা দীপুর অনুসারীদের হাতাহাতি হয়। খবর পেয়ে আজিজুল হোসেন আজিজ ঘটনাস্থলে গেলে দীপুর নেতৃত্বে তার লোকজন হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আজিজ গুরুতর আহত হন। পরে তাকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। বর্তামানে তিনি হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় রয়েছেন।
এদিকে পুলিশ জানিয়েছে, ছাত্রলীগ নেতা দীপুর বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তাকে গ্রেফতারে আগে থেকেই পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে তীর জুয়া খেলা ও মাদক কেনাবেচায় শেল্টার দেওয়ার অভিযোগ রয়েছে।