ঢাকা ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫
বাংলা সিলেট ডেস্ক: সিলেটে তুষার হত্যা মামলার প্রধান আসামী পারভেজকে গ্রেফতার করেছে র্যাব। আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পারভেজ (২৬) নগরীর বাগবাড়ী এলাকার তাজুদ মিয়ার ছেলে। র্যাব জানায়, সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট শাহজাহান আহমদ চৌধুরীর ছেলে ভিকটিম তুষার আহমদ চৌধুরী (২১) সিলেট এমসি কলেজের বিএ প্রথম বর্ষে অধ্যায়নরত ছিল। ঘটনার দিন গত ১৫ এপ্রিল রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহ দলদলি চা বাগান এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে পারভেজ, জাবেদ, রানাসহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জন লাঠিসোটা ও ছুরি দিয়ে ভিকটিমের উপর আক্রমণ করে। পরবর্তীতে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এর ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল জিন্দাবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে প্রধান আসামী পারভেজ কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত পারভেজকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ নিয়ে তুষার হত্যাকান্ডে ২ জনকে গ্রেফতার করা হলো। ঘটনার পর পরই নগরী বড়বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় জাবেদ নামের এক যুবককে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD