সিলেটের মিরাপাড়ায় গাছে ঝুলছিল যুবকের নিথর দেহ

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

সিলেটের মিরাপাড়ায় গাছে ঝুলছিল যুবকের নিথর দেহ

বাংলা সিলেট ডেস্ক: সিলেটে গাছে ঝুলন্ত অবস্থায় হাকিম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ এপ্রিল) রাত আটটার দিকে মহানগরীর মিরাপাড়া এলাকা থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। হাকিম মিরাপাড়া এলাকার আবুল বাশারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।