হ্যান্ডকাফ পড়ানো নিয়ে পুলিশ সদস্যদের হুমকি দিলেন শাজাহান খান

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

হ্যান্ডকাফ পড়ানো নিয়ে পুলিশ সদস্যদের হুমকি দিলেন শাজাহান খান

বাংলা সিলেট ডেস্ক: শাজাহান খানকে হাতকড়া পরানো নিয়ে উত্তাপ ছড়ালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেষ পর্যন্ত বিচার গেল বিচারকের কাছে। আইন মেনে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিচারক।
আর জুলাই আগস্ট গণহত্যায় ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে প্রমাণ মিলেছে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। শাজাহান খানের এ চিৎকার পেছনে হাত দিয়ে হাতকড়া পরানোর প্রতিবাদে।
সকালে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক গাড়ি নিয়ে জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার ঘনিষ্ঠদের আনা হয়। শুরুতেই নামানো হয় শাহজাহান খানকে। কিন্তু কোনভাবে শাহজাহান খান হাতকড়া পরবেন না বলে সাফ জানিয়ে দেন। এর পর শাজাহান খানের অবস্থা দেখে হাত কড়া পরানোর প্রতিবাদ করতে পারেনি অন্য কেউই।

সালমান এফ রহমান থেকে আনিসুল হক, আমু থেকে মানিক সবার হাতেই হাতকড়া পরানো হয়। তবে হাতে লাঠি থাকায় ফারুক খান, বেশি অসুস্থ থাকায় কামাল আহমেদ মজুমদারকে হাতকড়া পরতে হয়নি।

চিফ প্রসিকিউটার ট্রাইব্যুনালকে বলেন, জুলাই আগস্ট গণহত্যায় ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। ২০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এর পরেই শুরু হয় হাতকড়া বিতর্ক। শাহজাহান খান বলেন, তার সাথে হ্যান্ডকাফ পরানো নিয়ে অশোভন আচরণ করা হয়েছে। একে একে কথা বলেন, ইনু, কামরুল, আনিসুল হক। পরে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।