আমরণ অনশনে শাবি শিক্ষার্থীরা

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫

আমরণ অনশনে শাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: গত ফেব্রুয়ারিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কুয়েট প্রশাসনের ব্যর্থতা ও উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে তারা অনশনে বসেন।

অনশনে বসা শিক্ষার্থীদের কয়েকজন বলেন, কুয়েটে বহিরাগতরা গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও উপাচার্য নিরাপত্তা দিতে পারেননি। উল্টো ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যাম্পাসের বাইরের একজন আদালতে মামলা করেছে। এছাড়া ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে হামলাকারী নয় বরং আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যা বেশি।

তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে তারা উপাচার্যকে অপসারণের দাবি জানালেও কোনো সুফল আসেনি। কুয়েট শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানিয়েছি আমরা। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন তারা। তাদের দাবির সাথে একাত্মতা জানিয়ে আমরাও আমরণ অনশন শুরু করেছি।