ঢাকা ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক: সিলেটে ইয়াবা ও বিয়ারসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেট কার আটক করা হয়।
গ্রেফতারকৃত এনাম উদ্দিন ওরফে এনাম আহম্মেদ (৪৭) দক্ষিণ সুরমার বদলি গ্রামের নান্নু মিয়ার ছেলে। পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির সামনে একটি প্রাইভেট কারে তল্লাসী চালানো হয়। এসময় ৪শ ৪০ পিস ইয়াবা ও ২ বোতল বিদেশী বিয়ার জব্দ করে পুলিশ। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD